BangladeshPoliticsজাতীয়

নেত্রকোনায় উপ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থীর মনোনয়ন দাখিল

সোহান আহমেদ:
(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) নেত্রকোনা ৪ সংসদীয় আসনের শুন্যপদে উপ নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।

সোমবার দুপুরে নেত্রকোনা জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন তিনি। এসময় বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার নেতাকর্মীরা মনোনয়ন পত্র দাখিলে অংশ গ্রহণ করেন।

মনোনয়ন জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী মনোনয়ন গ্রহণ করেন। এরআগে গত ২১ জুলাই সন্ধ্যায় গণ ভবনে মনোনয়ন বোর্ডের সভায় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানকে নৌকার মনোনয়ন প্রদান করেন। আসনটিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৯৮ হাজার ১০৮জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৮২ জন ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ২০ জন।

উল্লেখ্য, গত ১১ জুলাই আসনটির তিন তিনবারের এমপি রেবেকা মমিন দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে মারা যান। পরবর্তীতে আসনটি শুন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২ সেপ্টেম্বর উপ নির্বাচনে ভোট গ্রহণের কথা থাকলেও আর কেউ মনোনয়ন জমা না দেয়ায় শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন একক প্রার্থী।

দলীয় মনোনীত প্রার্থী পক্ষে সকলকেই ঐক্যবদ্ধ। সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন সাজ্জাদুল হাসান।মনোনয়নপত্র জমা দান শেষে নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন সাজ্জাদুল হাসান। এদিকে বিকেল ৫ টা পর্যন্ত অন্য কেউ মনোনয় দাখিল করেন নি। আগামীকাল যাচাই বাছাই শেষে পরবর্তী কার্যক্রম নেয়া হবে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার গোলাম মস্তোফা।

Mr Criminal

I am Mr. Criminal, the owner of this web portal, if you need to contact me urgently, please message me on the email below. Contact: admin@cybervillain.org Thank you

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button