Games

মাহমুদউল্লাহ বাদ পড়ার পর মুশফিকের স্ত্রীর রহস্যজনক স্ট্যাটাস

ক্রিকেটভক্ত বাঙালির চোখে মাহমুদউল্লাহ রিয়াদ যেন এক বিশেষ আবেগের নাম। এই আবেগে ভাসেন রিয়াদের পরিবারের সদস্যরাও। ক্যারিয়ারে সুবর্ণ সময় উপহার দিয়ে সেই জায়গা দখল করে নিয়েছেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার। তবে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলে তার জায়গা না হওয়ায় হতাশ হয়েছেন ভক্তরা।শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নেয়া হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। এতে হতাশা প্রকাশ করেছেন অনেকে। দল ঘোষণার পরে ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রীর নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েকটি শব্দ লেখা হয়। জান্নাতুল কেফায়েত মন্ডি নামের ওই আইডিতে লেখা হয়, ‘ইনজাস্টিস ইজ দ্য নিউ ট্রেন্ড’। অর্থাৎ অবিচার করাই যেন এখনকার নতুন ধারা। হঠাৎ এমন কথার পেছনে রহস্যও লুকিয়ে রয়েছে। আরও পড়ুন: মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা জান্নাতুল কেফায়েত মন্ডি মূলত মাহমুদউল্লাহর শ্যালিকা এবং মুশফিকের স্ত্রী। অনেকে ধারণা করছেন, এশিয়া কাপে মাহমুদউল্লাহকে না নেয়ায় হয়তো ক্ষোভ প্রকাশ করে এমন কথা লিখেছেন তিনি। তবে মুশফিকপত্নী স্পষ্ট করে বলেননি কেন এমনটি লিখেছেন। এমনকি সেখানে মাহমুদউল্লাহর নামও তিনি নেননি। এদিকে মাহমুদউল্লাহকে দলে না নেয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, মাহমুদউল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে। সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলা হবে এসব নিয়ে। ম্যানেজমেন্ট এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও সময় সংবাদ সেমিফাইনালের আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষের কোচ খেলা ১ ঘণ্টা আগে সেমিফাইনালের আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষের কোচ ফাইনাল খেলতে মাঠে নামছে ব্রাজিল-প্যারাগুয়ে খেলা ২ ঘণ্টা আগে ফাইনাল খেলতে মাঠে নামছে ব্রাজিল-প্যারাগুয়ে ক্রিকেটেও চালু হচ্ছে ‘লাল কার্ড’ সিস্টেম খেলা ২ ঘণ্টা আগে ক্রিকেটেও চালু হচ্ছে ‘লাল কার্ড’ সিস্টেম এশিয়া কাপের ধারাভাষ্যে দেখা যাবে যাদের খেলা ৪ ঘণ্টা আগে এশিয়া কাপেরজান্নাতুল কেফায়েত মন্ডি মূলত মাহমুদউল্লাহর শ্যালিকা এবং মুশফিকের স্ত্রী। অনেকে ধারণা করছেন, এশিয়া কাপে মাহমুদউল্লাহকে না নেয়ায় হয়তো ক্ষোভ প্রকাশ করে এমন কথা লিখেছেন তিনি। তবে মুশফিকপত্নী স্পষ্ট করে বলেননি কেন এমনটি লিখেছেন। এমনকি সেখানে মাহমুদউল্লাহর নামও তিনি নেননি। এদিকে মাহমুদউল্লাহকে দলে না নেয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,মাহমুদউল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে। সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলা হবে এসব নিয়ে। ম্যানেজমেন্ট এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Mr Criminal

I am Mr. Criminal, the owner of this web portal, if you need to contact me urgently, please message me on the email below. Contact: admin@cybervillain.org Thank you

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button