Games

জাতীয় দলে দুই নতুন মুখ

বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে আগামী অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বের ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দু’টি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪ ও ৭ই সেপ্টেম্বর মাঠে গড়াবে ম্যাচ দুটো। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দু’টি ম্যাচকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হাভিয়ের কাবরেরার দলে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন দীপক রায় ও সারোয়ার জামান নিপু। সংস্কার কাজ চলায় ম্যাচ দুটো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরিয়ে দেয়া হয় সিলেট জেলা স্টেডিয়ামে। কিন্তু গেল কয়েক দিনের বৃষ্টিতে সেই মাঠ এখন আর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে শতভাগ প্রস্তুত নয়। আর সে কারণেই ভেন্যু নিয়ে বসুন্ধরা কিংসের মাঠটিকে বেছে নিয়েছে বাফুফে। এদিকে কিংস অ্যারেনা এখনো স্বীকৃতি পায়নি এএফসি’র। স্বীকৃতি না পেলে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা অসম্ভব।চলতি মাসের শেষ দিকে বসুন্ধরা কিংসের এই হোম ভেন্যুটি এএফসি’র স্বীকৃতি পাওয়ার কথা রয়েছে। ভেন্যু নিয়ে জটিলতার মধ্যেই গতকাল ৩২ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। যে ৩২ জনকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছেন এই স্প্যানিশ কোচ, তাদের মধ্যে নতুন মুখ ২ জন। আজমপুর ফুটবল ক্লাবের ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দিপক রায় প্রথম বারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। ডাক পাওয়া ফুটবলারদের আজই ক্যাম্পে যোগ দিতে বলেছে বাফুফে। তবে সবাইকে শুরু থেকে পাচ্ছেন না কোচ। বসুন্ধরা কিংসের খেলোয়াড় যারা ডাক পেয়েছেন তারা যোগ দেবেন ২৫শে আগস্ট এবং আবাহনীর ফুটবলাররা ক্যাম্পে উঠবেন মোহনাবাগানের বিপক্ষে ম্যাচ খেলার পর ২৭শে আগস্ট। খেলোয়াড়দের ক্যাম্প হোটেল রিজেন্সিতে। অনুশীলনও হবে কিংস অ্যারেনায়। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দু’টি হবে কিংস অ্যারেনায়। অতিথি দলটি ঢাকায় আসবে ২৬শে আগস্ট। তারাও ক্যাম্প করবে ঢাকায়।’ জাতীয় দলের ক্যাম্পে এশিয়ান গেমসের অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজন ফুটবলারও আছেন। এশিয়ান গেমসেও কোচ থাকবেন কাবরেরা। তাই তিনি জাতীয় দল ও এশিয়ান গেমসের খেলোয়াড়দের সমন্বয় করেই অনুশীলন চালাবেন। জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাবের যোগ দিয়েছেন। কোচ কাবরেরা আশা করছেন, ম্যাচের এক সপ্তাহ আগে জামালকে অনুশীলনে পাবেন। কারণ জামালের যোগ দেয়া না দেয়ার বিষয়টি নির্ভর করছে তার নতুন ক্লাব কবে তাকে ছাড়ে তার ওপর।ডাক পাওয়া ৩২ ফুটবলার গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, মিতুল মারমা, পাপ্পু হোসেন। রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান। মধ্যমাঠ: সোহেল রানা (কিংস), শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (আবাহনী), আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া। আক্রমণ ভাগ: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button