National

ডেঙ্গুতে একদিনে ১৩ জনের প্রাণহানি

দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। ঢাকার বাইরে এখন ডেঙ্গুর দাপট বেশি। মিনিটে মিনিটে রোগী আসছে হাসপাতালে। হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের প্রাণহানি ঘটেছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৬ জনে। এর মধ্যে নারী ২৬৫ জন এবং পুরুষ ২০১ জন মারা গেছেন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ১১৫ জন এবং রাজধানীতে ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হসজার ৯৮৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৪৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ হাজার ৯৮৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯৫ জনে। বিজ্ঞাপনঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৬৯১ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ২০৪ জন। চলতি বছরের এ পর্যন্ত ৯৭ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ৬০ হাজার ৭৮০ জন এবং নারী ৩৬ হাজার ৬৯৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৪৯৯ জন। অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্ট মাসের ১৯ দিনে শনাক্ত ৪৬ হাজার ২৮ জন এবং মৃত্যু ২১৫ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button