Games

‘বাবরের সঙ্গে বন্ধুত্বে ক্ষতি করছে বেশি’

অভিযোগটা নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময়েও ছিল স্বজনপ্রীতির অভিযোগ। জাতীয় দল থেকে বাদ পড়ার প্রায় ১ বছর পরও সেই সমালোচনা শুনতে হচ্ছে উসমান কাদিরকে। পাকিস্তানি কিংবদন্তি স্পিনার আবদুল কাদিরের ছেলে তিনি। তার বাবা পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু। ইমরান দেশটির প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জাতীয় দলে অভিষেক হয় উসমানের। এ কারণে পারফর্মেন্স নয়, বাবার বন্ধু প্রধানমন্ত্রী হওয়ায় সুযোগ পেয়েছেন এমন তীর্যক মন্তব্যও শুনতে হয়েছে তাকে। এখন আবার সেই একই অভিযোগ ওঠা শুরু হয়েছে। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের ছোটবেলার বন্ধু উসমান। শুধু বন্ধু নয় বাবর আবার উসমানের দূরসম্পর্কের আত্মীয়ও। উসমানের বোনের সঙ্গে বিয়ে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলের।আকমল আবার বাবরের চাচাতো ভাই। সবমিলিয়ে আবারও সেই স্বজনপ্রীতির অভিযোগ ওঠা শুরু হয়েছে। তবে এসব অভিযোগ স্রেফ উড়িয়ে দিয়েছেন উসমান। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবরের সঙ্গে আমার বন্ধুত্ব নতুন না। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ট্রায়াল দিতে গিয়ে আমাদের পরিচয়। এটা ঠিক যে বাবর (পাকিস্তান জাতীয় দলের) অধিনায়ক হওয়ার পর আমি প্রথমবার দলে সুযোগ পেয়েছি। এর অর্থ এই নয় যে সে আমাকে দলে নিয়ে এসেছে। যিনি আমাকে দলে এনেছিলেন, তিনি মিসবাহ উল হক। কথাগুলো এর আগেও বলেছি। তা ছাড়া বাবর এটা কেন করবে? এটা তো পাকিস্তান দল; ওর দল নয়। সে নিজেও এ কথা স্বীকার করেছে।’বরং উসমান বাবরের অধিনায়কত্বে বাদ পড়া নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেন ‘বাবরের সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ে সমালোচনা হয়। যদি ওর সঙ্গে বন্ধুত্বের কারণেই সুযোগ পেয়ে থাকি, তাহলে ও এখনো অধিনায়ক থাকা সত্ত্বেও আমি দল থেকে বাদ পড়লাম কেন? সত্যি বলতে, ওর সঙ্গে বন্ধুত্ব আমার লাভের চেয়ে ক্ষতিই করেছে বেশি। ব্যাপারটা আমাদের দুজনের ওপরই সমানভাবে বাড়তি চাপ সৃষ্টি করেছে।’ এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ২৩ টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন উসমান। ১১ মাস আগে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই লেগি এখন পর্যন্ত দুই সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৩০ উইকেট। বাবা আব্দুল কাদির ছিলেন লেগ স্পিনের সর্বকালের সেরাদের একজন। ছেলে উসমান অত উচ্চতায় যেতে না পারলেও অন্তত জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। আশা ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে বাবার নামের প্রতি সুবিচার করবেন। কিন্ত দল থেকে বাদ পড়ে সে সম্ভাবনাও ফিকে করে ফেললেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button