Politics

শেখ হাসিনা চাইলেও দেশে কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না: এম নাসের রহমান

সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান বলেছেন, দেশে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে কোনো নির্বাচন হবে না, এ বিষয়টি শেখ হাসিনাও জানেন। গতকাল বিকালে শহরের কুসুমবাগ পয়েন্ট এলাকা থেকে বিএনপি’র পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সভায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেন, শেখ হাসিনা চাইলেও দেশে কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনা তার পারিবারিক আর লুটেরা যে সমাজ সৃষ্টি করেছে।তার এই লুটেরা সিস্টেমের মধ্যে প্রশাসন, পুলিশ, কোর্ট-কাচারি সব একাট্টা হয়ে গেছে। তার এ অনিবার্য পতনের সঙ্গে ওদেরও পতন ঘটবে। তাই এ লুটেরারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না। জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমদ ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলার সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সহ-সভাপতি মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ প্রমুখ। জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সভায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেন, শেখ হাসিনা চাইলেও দেশে কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনা তার পারিবারিক আর লুটেরা যে সমাজ সৃষ্টি করেছে। তার এই লুটেরা সিস্টেমের মধ্যে প্রশাসন, পুলিশ, কোর্ট-কাচারি সব একাট্টা হয়ে গেছে। তার এ অনিবার্য পতনের সঙ্গে ওদেরও পতন ঘটবে। তাই এ লুটেরারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না। জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমদ ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলার সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সহ-সভাপতি মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মোহিত, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, মহিলা দল এবং বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। এদিকে সমাবেশের পর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে বিশাল পদযাত্রা শুরু হয়। কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে শুরু হওয়া পদযাত্রাটি শহরের এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্টে গেলে পূর্ব থেকে অবস্থান নেয়া বিপুলসংখ্যক পুলিশ পদযাত্রটি সেখানে আটকে দেয়। এ সময় নাসের রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। দলীয় নেতাকর্মীরা তখন ‘ভোট চোর-ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় পুরো এম সাইফুর রহমান সড়কজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান নেতাকর্মী ও সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মৌলভীবাজারে এ পর্যন্ত যত গণমিছিল হয়েছে সব সময় শান্তিপূর্ণ হয়েছে। বিজ্ঞাপন কিন্তু আজ বিশাল জনস্রোত দেখে ক্ষমতাসীনরা ভয়ে শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ দিয়ে বাধা দিয়েছে। ভবিষ্যতে এধরনের অন্যায় বাধা আর মানা হবে না। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘যদি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া হয়- তাহলে গণরোষে অবৈধ শেখ হাসিনার সরকারের পতন ঘটবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button